ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা লিন্ডসে এ্যালান চেইনীর ৩৭তম মৃত্যুবার্ষিকী গত ১৫ সেপ্টেম্বর ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলে পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে চেইনীর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দেয়ালিকা প্রকাশ, সফল ইউসেপ গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে চেইনীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল হোসেন মুকুল, দেবাসীস সেন, টেকনিক্যাল স্কুল সমূহের প্রধান মো. আলী হোসেন, মো. জসিম উদ্দিন, মো. সাইমন ইসলাম, মো. নজরুল ইসলাম, কাজী নাসিরুল হক, মেরিনা জাহান, জহুরা খানম, জোসনা আক্তার, মো. রেজাউল করিম, মো. আবদুল মান্নান, নন্দিতা চক্রবর্তী এবং মো. ছায়েদুল হক প্রমুখ। ১৯৩১ সালে লিন্ডসে এ্যালান চেইনী নিউজিল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৬ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। আলোচকগণ তাদের বক্তব্যে বলেন, আমরা লিন্ডসে এ্যালান চেইনীর নিকট কৃতজ্ঞ। তিনি ইউসেপ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন বলেই সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী আজ নিজের পায়ে প্রতিষ্ঠিত। তিনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন তার দূরদর্শী ও সময়োপযোগী পরিকল্পনার জন্য। যতদিন ইউসেপ বাংলাদেশ থাকবে, ততদিন ইউসেপ বাংলাদেশের সকল কর্মী ও শিক্ষার্থীবৃন্দ লিন্ডসে এ্যালান চেইনীকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রেস বিজ্ঞপ্তি।