ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম (কালুরঘাট) অঞ্চলের সোস্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট আয়োজিত লিঙ্গ সমতা, শিশু অধিকার, বাল্যবিবাহ ও লিঙ্গ–ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূর হোসেন। উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশ, চট্টগ্রাম (কালুরঘাট) অঞ্চলের সেফগার্ডিং কমিটির সভাপতি আতাউর রহমান। বিভাগের ইনচার্জ মো, রেজাউল করিমের সঞ্চালনায় উক্ত কর্মশালায় ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। উক্ত বিভাগের ইনচার্জ মো. রেজাউল করিম, সোশ্যাল অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট চট্টগ্রাম (কালুরঘাট) অঞ্চলের চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত সবার কাছে তুলে ধরেন। লিঙ্গ সমতা, শিশু অধিকার, বাল্যবিবাহ ও লিঙ্গ–ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রেজেন্টেশান প্রদান করেন ট্রেইনার জান্নাতুল মাওয়া এবং ফ্যাসিলিটেটর পারিসা জাহান। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ নূর হোসেন বলেন, পুরুষ শাসিত সমাজে নারীরা আজ অনেক বেশি শোষিত তাই নারীদের নিজেদের অধিকারের জন্য নিজেদেরকে এগিয়ে আসতে হবে । আতাউর রহমান তার বক্তব্যে বলেন, স্কুল কলেজে ছাত্র–ছাত্রীদের মাঝে লিঙ্গ সমতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। অতিথিবৃন্দ ইউসেপ চট্টগ্রাম কালুরঘাট অঞ্চলের বিভিন্ন সেফগার্ডিং বিষয়ক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












