ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের ইনক্লুসিভ কমিউনিটি ও সেফগার্ডিং সভা

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ইউসেপ বাংলাদেশ, চট্টগ্রাম (কালুরঘাট) অঞ্চলের সোস্যাল ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের কিক ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুলের সম্মেলন কক্ষে গতকাল সোমবার ইউসেপ ইনক্লুসিভ কমিউনিটি নেটওয়ার্ক গ্রুপ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। ফ্যাসিলিটেটর ফুয়াদ হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ডিপার্টমেন্টের ইনচার্জ মো. রেজাউল করিম। উপস্থিত ছিলেন টিম লিডার মো. ছায়েদুল হক, সাফা মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়া উদ্দিন, ইউএনডিপি বাংলাদেশের মোহরা শাখার ক্লাস্টার সেক্রেটারি লাকী আক্তার প্রমুখ।

অস্ট্রেলিয়ান এইড এবং ইউসেপের যৌথ সহায়তায় আয়োজিত এই সভার মূল উদ্দেশ্য ছিল অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি গঠনের লক্ষ্যে পারস্পরিক মতবিনিময় এবং যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সমপ্রসারণে সহযোগিতা বৃদ্ধি করা। এতে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিয়াদে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির কিশোরী নিহত
পরবর্তী নিবন্ধশিশু-কিশোরদের প্রযুক্তিভিত্তিক শিক্ষাদান করা দরকার