ইউসেপ ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

| মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

দেশের যুবক-যুবতীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত রোববার ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।এর মাধ্যমে ইউসেপ বাংলাদেশ ও এসএমই ফাউন্ডেশন দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়নে যৌথভাবে প্রশিক্ষণ প্রদান এবং নিজেদের মধ্যে প্রশিক্ষক বিনিময় করতে পারবে। প্রশিক্ষণ লাভ করে দেশের তরুণ সমাজ উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। পাশাপাশি অন্যান্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সক্ষম হবে বলে উভয় প্রতিষ্ঠান আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশান্তির জন্য মুরাদের পদযাত্রা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে দিনে-দুপুরে বৈদ্যুতিক খুঁটি চুরির চেষ্টা