আইএলওর সহায়তায় ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলে তরুণ উদ্যোক্তাদের দ্বিতীয় ব্যাচে ছয় দিনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়। এ উপলক্ষ্যে এক সমাপনি অনুষ্ঠানে ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী জয় প্রকাশ বড়ূয়া তরুণ উদ্যোক্তাদের সব সময় ইউসেপের সাথে থাকার আহবান জানান। এসময় তিনি প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে সফল উদ্যোক্তা গঠনে ইউসেপ কাজ করে যাবে বলে মন্তব্য করেন। সিনিয়র অফিসার আকরাম হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসআইওয়াইবি ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট কে এম হাসান রিপন, লীড ট্রেইনার শাহীনুর ইসলাম স্বাধীন, ট্রেইনার সঙ্গিতা নাথ এবং প্রশিক্ষণার্থী শীরিন আক্তার সীমা, মোহাম্মদ নুর হোসেন প্রমুখ।
জানা যায়, গত ৪ ডিসেম্বর থেকে গতকাল ৯ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী দ্বিতীয় ব্যাচে ৯ জন পুরুষ ও ১১ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।