ব্যাংকের ৯ কোটি ৮৮ লাখ ৩৮০ হাজার টাকা আত্মসাৎ মামলায় এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পারভেজ মোহাম্মদ ইউসুফ নামের ওই ব্যবসায়ী মেসার্স ইউসুফ এ্যাপারেলস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক। একই সময় তার স্ত্রী নিশাত সুলতানার জামিন মঞ্জুর করা হয়েছে। তিনি চট্টগ্রাম আদালতের একজন আইনজীবীও।
গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে একজনকে কারাগারে পাঠানোর এবং অপর জনের জামিন মঞ্জুরের এ আদেশ দেন। এর আগে গ্রেপ্তারি পরোয়ানামূলে খুলশী থানা পুলিশ এ দুজনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেন। নাম প্রকাশ না করার শর্তে আদালতের একজন কর্মকর্তা আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এঙ্মি ব্যাংক আগ্রাবাদ শাখার ৯ কোটি ৮৮ লাখ ৩৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স ইউসুফ এ্যাপারেলস লিমিটেডের মালিক পারভেজ মোহাম্মদ ইউসুফ ও তার স্ত্রী নিশাত সুলতানার বিরুদ্ধে ২০০৯ সালে অর্থঋণ মামলাটি হয়।