ইউসিবি পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ৪০ তম বার্ষিক সাধারন সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামান। স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় এই এজিএম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ৫% স্টক লভ্যাংশ এবং ৫% ক্যাশ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ইউসিবির চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন , ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থ কাজ করতে থাকবে। এতে উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান তৌহিদ শিপার, রফিকুজ্জামান, পরিচালক বজল আহমেদ, পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, পরিচালক রোক্সানা জামান, পরিচালক আফরোজা জামান, পরিচালক মুহাম্মদ শাহ আলম, পরিচালক কনক কান্তি সেন, পরিচালক মাসুমা পারভীন, স্বতন্ত্র পরিচালক ড. অপরূপ চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড ইফতেখার উদ্দিন চৌধুরী। এছাড়া, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জনাব ফারুক আহাম্মেদ উপস্থিত ছিলেন। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সকল প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব এটিএম তাহমিদুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড
পরবর্তী নিবন্ধপটিয়ায় ১শ কৃষক পেল বিনামূল্যে হাইব্রিড আমন ধানের বীজ