ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড হলো ইলেকট্রো মার্ট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এবং গ্রী, কংকা ও হাইকো ব্র্যান্ডের একমাত্র পরিবেশক।
এই চুক্তির আওতায় ইউসিবির দেশব্যাপী শাখা নেটওয়ার্ক ব্যবহার করে ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজের পরিবেশক ও ডিলারদের কাছ থেকে পেমেন্ট সংগ্রহসহ বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করা হবে। সমপ্রতি ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্পোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফসার এবং ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের প্রধান শাহবাজ তালাত। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












