ইউসিবির শুদ্ধাচার পুরস্কার প্রদান

| বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) সততার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ ২০২১-২০২২ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার প্রদান করেছে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী গতকাল মঙ্গলবার প্রধান কার্যালয়ে ইউসিবি চিনিসপুর শাখার জুনিয়র অফিসার এ.এস.এম.সারোয়ার জাহানকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন. মোস্তফা তারেক, উপ-ব্যবস্থাপনা মো. আব্দুল্লাহ আল মামুন, এফভিপি শিরীন সুলতানা এবং এফএভিপি ইয়াওমুন নাহার । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্ট্যান্ডার্ড ব্যাংকের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরতে হবে