ইউসিবির রোবোটিক প্রসেস অটোমেশন উদ্বোধন

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) গতকাল ১ মার্চ ৪র্থ শিল্প বিপ্লবের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি রোবোটিক প্রসেস অটোমেশনের উদ্বোধন করে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী রোবোটিক প্রসেস অটোমেশন উদ্বোধন করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান সহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের জাতীয় অঙ্গীকার এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালার সাথে সমন্বয় রেখে ইউসিবির সামগ্রিক ডিজিটাল অভিমুখে রুপান্তরের যাত্রার অংশ হিসাবে প্রবর্তিত হয়েছে রোবোটিক প্রসেস অটোমেশন। রোবোটিক প্রসেস অটোমেশন বাস্তবায়নে ইউসিবি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান UiPath এর সাথে কাজ করছে এবং বাস্তবায়নে ভূমিকা রাখছে জেনেঙ ইনফোসিস লিমিটেড বাংলাদেশ এবং ফিট সিসটেমস লিমিটেড ভারত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউ ক্যাম্পাসে চালু হল ক্যাফে ‘নাইন টু নাইন’
পরবর্তী নিবন্ধপারুল গরুর ভোমলা বাছুর