ইউসিবিএল সদরঘাট শাখায় আখতারুজ্জামান বাবুর মৃত্যুবার্ষিকী পালন

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৭:০০ পূর্বাহ্ণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৪ নভেম্বর ব্যাংকটির সদরঘাট শাখায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সদরঘাট শাখার ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ এস এম ফজলুর রহমান ফারুকী, ইউসিবিএল সদরঘাট শাখার সাবেক ম্যানেজার শাহনেওয়াজ চৌধুরী, এনায়েত বাজার শাখার ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, গ্রাহক আবু তাহের, মো. আজাদ, গিয়াস সহ ব্যাংকের বিভিন্ন শাখার অফিসার ও স্টাফবৃন্দ। সভাপতির বক্তব্যে ওয়াহিদুজ্জামান চৌধুরী বলেন, আখতারুজ্জামান চৌধুরী বেসরকারি ব্যাংকিং জগতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠা করে যে বিপ্লবের সূচনা করে গেছেন, সেই চারা গাছ আজ মহীরুহ।
যা বটবৃক্ষের মতো আগলে রেখেছে আমাদের সকলের প্রিয় এই প্রতিষ্ঠানকে। আগামির পথচলায়ও তিনি আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধদিল্লিকে উড়িয়ে ফাইনালে মুম্বাই