ইউসিটিসি শিক্ষকের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

| শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

ইউসিটিসি (ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং)-এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল হককে ‘সার্টিফিকেট অব এঙিলেন্স ইন পিয়ার-রিভিউইং’ প্রদান করেছে যুক্তরাজ্য ও ভারত ভিত্তিক বিখ্যাত ‘এশিয়ান জার্নাল অব আর্টস হিউমেনিটিস এন্ড সোশ্যাল স্টাডিস’। গতকাল বৃহস্পতিবার ভার্সিটির পক্ষে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক সংঘে মীরা সিংহের স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধকাটিরহাটে শাহ মনোহর’র (রা.) ওরশ আজ