ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) সহপ্রতিষ্ঠান ক্রিয়েটিভ নার্সিং ইনস্টিটিউট এবং ক্রিয়েটিভ নার্সিং কলেজের সঙ্গে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। প্রাতিষ্ঠানিক সহযোগিতা, ইন্টার্নশিপের সুবিধা এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা ও পেশাদারিত্বের মান উন্নয়নের লক্ষ্যে গত সোমবার এ সমঝোতা স্মারক সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইউসিটিসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মুহাম্মদ উসমান, ভিসি প্রফেসর মুহাম্মদ ইউনুস, ভারপ্রাপ্ত প্রো-ভিসি প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ এবং রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোরশেদ হোসেন, নার্সিং গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীর, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাভেদ আবছার চৌধুরী, পরিচালক (প্রশাসন) ডা. মো. নুরুল হক, অটিজম অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হুসাইন এবং উপ-পরিচালক (ফাইন্যান্স) মঞ্জুরুল আলম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।