ইউসিটিসির ভর্তির সময়সীমা ৫ দিন বাড়লো

| বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ইউসিটিসির স্প্রিং ২০২৩ সেমিস্টারের এডমিশন ফেয়ার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনায় করে এডমিশন ফেয়ারের সময়সীমা আরো পাঁচ দিন বৃদ্ধি করা হয়েছে। বহরদ্দারহাটস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ ফেয়ার চলবে। বিবিএ, এমবিএ, ইংরেজিতে অনার্স, ইসলামিক স্ট্যাডিস অর্নাস এন্ড মার্ষ্টাস,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি,সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিঙ ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং মাস্টার্ অব পাবলিক হেলথ (এম পি এইচ ) প্রোগ্রামে ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ প্রয়োজনীয় তথ্যের উত্তর জেনে নিতে পারবে এই ফেয়ার থেকে।
এছাড়াও এতে থাকছে স্পট অ্যাডমিশনের সুবিধা। ভর্তি ফির উপর থাকবে ৪০% ছাড় ও টিউশন ফির উপর স্পেশাল ওয়েভার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক এটায়ারসের ৩১.৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ