ইউসিটিসির ইংরেজি বিভাগের ওরিয়েন্টেশন ও বিদায় সংবর্ধনা

| বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৮ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিব টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) ইংরেজি বিভাগের ওরিয়েন্টেশন ও বিদায় সংবর্ধনা গত মঙ্গলবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, . মো. নুরুল আবসার প্রমুখ। বক্তারা বিভাগের শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সার্বিক সফলতা কামনা করেন। শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর উদ্যোগ নিন
পরবর্তী নিবন্ধমেট্রোপলিটন চেম্বারে বাংলাক্রাফটের প্রতিনিধিদলের মতবিনিময়