ইউসিটিসির আইকিউএসির সেমিনার

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের ’(আইকিউএসি) সেমিনার সিরিজের ধারাবাহিকতায় স্কুল অফ বিজনেসের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্কুল অফ বিজনেসের সিনিয়র লেকচারার এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. মোহাম্মদ আরিফের সঞ্চালনায় রিসোর্স পার্সন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কুল অফ বিজনেসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। সেমিনারে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিখন পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবসার। সেমিনারে ইউসিটিসির বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন বিনোদন কেন্দ্রে প্রবেশ নিয়ন্ত্রণের আহ্বান
পরবর্তী নিবন্ধসম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল