মাদকবিরোধী প্রচারের অংশ হিসেবে গতকাল ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং এবং বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করে। তরুণ শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী চেতনা গড়ে তোলাই ছিল আলোচনা সভার মূল উদ্দেশ্য।
আলোচনায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ, জাতি তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের ছোবল থেকে মুক্তি পেতে হলে পিতা–মাতাকে সন্তানের এবং শিক্ষক–শিক্ষিকাকে তাদের ছাত্র–ছাত্রীকে আরও সচেতন করতে হবে। ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ের অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ, বিশেষ অতিথি ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান ও ইউসিটিসির কোষাধ্যক্ষ আহমেদ শরীফ তালুকদার, মুখ্য আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোঃ (উওর) কার্যালয় উপ–পরিচালক হুমায়ুন কবির খন্দকার। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয় উপ–পরিচালক মুকুল জ্যোতি চাকমা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোঃ (উত্তর) কার্যালয় সহকারী পরিচালক রামেশ্বর দাস।
এ সভায় আরও উপস্থিত ছিলেন ইউসিটিসির রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ডিরেক্টর মোঃ আব্দুল কাদের তালুকদারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সকল বিভাগের কো–অর্ডিনেটর, শিক্ষক–শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্র–ছাত্রীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।