ইউসিটিসিতে ব্যবসায় প্রশাসন ও পাবলিক হেলথ বিভাগের ওরিয়েন্টেশন

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) ব্যবসায় প্রশাসন ও পাবলিক হেলথ বিভাগের অটাম ২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠান গত শুক্রবার গুগল মিট অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগের অধীনে বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের ও পাবলিক হেলথ বিভাগের অধীনে এমপিএইচ প্রোগ্রামের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতুলাতলিতে মসজিদ সংস্কারে এমপি আফছারুল আমিনের অনুদান
পরবর্তী নিবন্ধলকডাউনে গণপরিবহন শ্রমিকরা মানবেতর দিনযাপন করছে