ইউসিটিসিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামে (ইউসিটিসি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান আনুষ্ঠানিকভাবে কর্নারটি উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ট্রেজারার আব্দুল কাদের তালুকদার এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইউসিটিসি ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এসবের মধ্যে রয়েছে আলোচনা সভা, বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জন্মশতবার্ষিকীর কেক কাটা, ক্যাম্পাস ভবন আলোকসজ্জাকরণ, রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং আলোকচিত্র প্রদর্শনী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামুতে হাতির আক্রমণে নিহত ১
পরবর্তী নিবন্ধস্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার