ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং এর একাডেমিক কাউন্সিলের (ইউসিটিসি) ১১ তম সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. ওসমান, ডীন অব স্কুল অব ইঞ্জিনিয়ারিং ড. এম আব্দুস সামাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. এ আজীম, বরেণ্য শিক্ষাবিদ বুয়েটের সাবেক অধ্যাপক ড. মো. কায়কোবাদ, চুয়েটের প্রফেসর ড. জামাল উদ্দিন, চবি প্রফেসর বজলুর রহমান, পাবলিক হেলথ বিভাগের প্রধান ইনজামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. শাকিল আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান জনাব এস এম বেলাল নূর আজিজি, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান, সহকারী রেজিস্ট্রার এস এম শহিদুল আলম, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. রিদয়ানুল হক এবং সালাহউদ্দিন আকবর। রেজিস্টার সালাহউদ্দিন আহমদের সঞ্চালনায় সভায় বিগত একাডেমিক কাউন্সিলের সভার কার্যবিবরণী নিশ্চয়নসহ গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ ছাড়া ও অটাম ২০২৩ ও স্প্রিং ২০২৪ সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল ইউসিটিসি সিন্ডিকেট কর্তৃক অনুমোদনের নিমিত্তে সুপারিশ গৃহীত হয়। এ ছাড়া ও শিক্ষকদের গবেষণা কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।