ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে (ইউসিটিসি) ইংরেজি বিভাগের অধীনে ক্রিয়েটিভ এলসক-এর ব্যানারে শেকসপিয়র ফেস্ট ও ইফতার মাহফিল গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। অসংখ্য ছাত্রছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠে।
উইলিয়াম শেকসপিয়রের জন্ম, মৃত্যুর সঠিক দিনক্ষণ নিয়ে বিবাদ, তাঁর অনন্য সাহিত্যকর্ম এবং তাঁর প্রতি চৌর্যবৃত্তির অভিযোগ, সনেট, ট্র্যাজেডি, কমেডি, ট্রেজি-কমেডি ইত্যাদি সম্পর্কে মূল্যবান বক্তব্য রেখে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন ইংরেজি বিভাগের প্রধান আহমেদ শরিফ তালুকদার, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো. জিয়াউল হক সহ সকল শিক্ষক ও শিক্ষিকাগণ।
আলোচনা অনুষ্ঠান শেষে সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন ইএলএল বিভাগের প্রভাষক নওশিন নাওমি ও উম্মে নেহের। প্রেস বিজ্ঞপ্তি।












