গত ২৮ জানুয়ারী, শনিবার ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) এর কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেলের (আইকিউএসি) ১৬তম সভা উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইউসিটিসির কোষাধ্যক্ষ অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. নুরুল আবছার রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ও একাউন্টসের পরিচালক মো. আব্দুল কাদের তালুকদার, আইকিউএসির অতি: পরিচালক ড মোহাম্মদ আরিফ, এস.এম. শহিদুল আলম।
সভায় বিগত বছরে আইকিউএসির সম্পাদিত কার্যাবলি, একাডেমিক কোর্স প্রোফাইল, সেমিনার ও বিবিধ বিষয়াবলি নিয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












