ইউরোর সেরা খেলোয়াড় গোলরক্ষক দোন্নারুম্মা

| মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ওয়েম্বলির ফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে আলো ছড়ান ইতালিয়ান কিপার জানলুইজি দোন্নারুম্মা। দুই শট ঠেকিয়ে ইতালির ইউরো জয়ের নায়ক দোন্নারুম্মা। ২২ বছর বয়সী এই গোলরক্ষক জিতেছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার। ইংল্যান্ডের জর্ডান স্যানচো ও বুকায়ো সাকার শট আটকান দোন্নারুম্মা। গত মাসে পিএসজিতে নাম লেখানো দোন্নারুম্মা ইতালির জার্সিতে খেলেছেন ৩৩টি ম্যাচ। এইবারের ইউরোতে সব মিলিয়ে খেলেছেন ৭১৯ মিনিট, ক্লিনশিট নিয়ে ফিরেছেন তিন ম্যাচে। গোল হজম করেছেন মাত্র ৪টি। সেভ করেছেন ৯টি। প্রথম গোলরক্ষক হিসেবে পুরস্কারটি জিতলেন তিনি। সেমি-ফাইনালেও ইতালির জয়ের নায়কের একজন ছিলেন দোন্নারুম্মা। ১-১ সমতার পর টাইব্রেকারে দলের ৪-২ ব্যবধানের জয়ে স্পেনের আলভারো মোরাতার শট ফিরিয়েছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকোপা জয়ী মেসিরা আর্জেন্টিনায়
পরবর্তী নিবন্ধফাইনালে ম্যাচ সেরা ইতালির বোনুচ্চি