ইউরোপ যাওয়ার চেষ্টায় ছয় মাসে প্রায় ৩০০ শিশুর মৃত্যু

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় কমপক্ষে ২৮৯ শিশু ভূমধ্যসাগর পাড়ির সময় ডুবে মারা গেছে। ২০২২ সালের প্রথম দিকে রেকর্ড করা সংখ্যার প্রায় দ্বিগুণ এই সংখ্যাটি। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ ইউরোপে শিশুদের সুরক্ষা খোঁজার জন্য প্রসারিত নিরাপদ, আইনি ও অ্যাক্সেসযোগ্য পথের আহ্বান জানিয়েছে। এক প্রতিবেদনে ইউনিসেফ শুক্রবার বলেছে, সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের কারণে শিশুরা ভূমধ্যসাগর জুড়ে বিপজ্জনক যাত্রা করেছে। খবর বিডিনিউজের।

অভিবাসন ও বাস্তুচ্যুতি বিষয়ে ইউনিসেফের বিশ্বব্যাপী নেতৃত্ব ভেরেনা নাউস বলেছেন, প্রকৃত পরিসংখ্যান আরো বেশি হতে পারে। কারণ কেন্দ্রীয় ভূমধ্যসাগরে অনেক নৌকাডুবির ঘটনায় কেউ জীবিত থাকে না বা নথিভুক্ত করা হয় না। নাউস বলেন, আমাদের অনুমান, এই বছরের প্রথম ছয় মাসে ১১ হাজার ৬০০ শিশু পারাপার হয়েছে। এ সংখ্যাও ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।

পূর্ববর্তী নিবন্ধপিটিআই নিষিদ্ধ হলে যা করবেন ইমরান খান
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরে উচ্চ পর্যায়ের দুর্নীতি তদন্তে মন্ত্রী, ধনী ব্যবসায়ী গ্রেপ্তার