ইউরোপে ১ বছরে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ

| সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

ইউরোপে এক বছরে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ পর্যন্ত। এমন পরিস্থিতিতে একতৃতীয়াংশের বেশি ইউরোপীয় তাদের আবাসন ব্যয় মেটাতে পারছেন না। আবাসন খরচ বাড়ার নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপীয়দের জীবনযাত্রাতেও। আরই/এমএএক্স ইউরোপের এক জরিপের বরাতে ইউরো নিউজ জানিয়েছে, করোনা মহামারি, রাশিয়াইউক্রেন যুদ্ধসহ সামপ্রতিক ঘটনাপ্রবাহে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যস্ফীতি।

পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। এর মধ্যেই ইউরোপে আবাসন খরচ বেড়েছে। এমনকি, বর্তমানে প্রতি ১০ জনের একজন ইউরোপিয়ান খাদ্য ও মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। ইউরোপীয়দের একতৃতীয়াংশের বেশি বা ৩৭ শতাংশ জানিয়েছেন, আবাসন ব্যয় জোগাড় করতে পারলেও বেশ কঠিন সময় পার করছেন তারা। আর প্রায় একপঞ্চমাংশ বা ১৯ শতাংশ মানুষ মনে করেন, খরচ মেটাতে রীতিমতো তাদের সংগ্রাম করতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.২৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইউক্রেন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে জবাব দেওয়া হবে