ইউরোপে কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ

| সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

ইউরোপজুড়ে কোভিড-১৯ রোগীর সংখ্যার উর্ধ্বগতির মধ্যে লকডাউন সংক্রান্ত নতুন বিধিনিষেধ নেদারল্যান্ডসকে অশান্ত করে তুলেছে। দেশটির বন্দর শহর রটারডামে সহিংস বিক্ষোভ ও তা নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলি চালানোর পরের রাতেই হেগে বিক্ষোভকারীরা পুলিশের দিকে আতশবাজি ছুড়েছে, সাইকেলে আগুন দিয়েছে। খবর বিডিনিউজের। বাড়তে থাকা সংক্রমণ মোকাবেলায় দেওয়া নতুন বিধিনিষেধের বিরুদ্ধে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও ইতালিতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে বলে বিবিসি জানিয়েছে। ইউরোপ মহাদেশে করোনাভাইরাস রোগী বাড়তে থাকায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক ড. হ্যানস ক্লুগ সতর্ক করে বলেছেন, সংক্রমণ মোকাবেলায় কড়াকড়ি আরোপ করা না হলে আগামী বসন্তের আগে কোভিডে ইউরোপজুড়ে আরও পাঁচ লাখ মৃত্যু দেখা যেতে পারে। কোভিড-১৯ আবারও আমাদের অঞ্চলে মৃত্যুর এক নম্বর কারণ হয়ে উঠতে পারে। ভাইরাস মোকাবেলায় কী করতে হবে আমরা জানি, যেমন টিকা নেওয়া, মাস্ক পরা, কোভিড পাসের ব্যবহার, বিবিসিকে এমনটাই বলেছেন তিনি। ইউরোপের অনেক দেশেই এখন দৈনিক শনাক্তের নিত্যনতুন রেকর্ড দেখা যাচ্ছে। সংক্রমণের উর্ধ্বগতি মোকাবেলায় তাই অঞ্চলটির অনেক দেশের সরকারই নতুন নতুন বিধিনিষেধ আরোপ করছে। এসব বিধিনিষেধের বিরুদ্ধে একাধিক শহরে বিক্ষোভও হয়েছে।
নেদারল্যান্ডসের বেশ কয়েকটি শহরে শনিবার দ্বিতীয় রাতের মতো সহিংস বিক্ষোভ দেখা গেছে। মাথা ঢাকা দাঙ্গাবাজরা হেগের বিভিন্ন সড়কে থাকা বাইসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ঘোড়া, কুকুর ও ব্যাটন ব্যবহার করেছে। কর্তৃপক্ষ শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে, গ্রেপ্তার করা হয়েছে অন্তত সাত জনকে। শহরটিতে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের জানালায় পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। সহিংসতায় পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআদালতের রায়ের পর বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শফিকুর রহমানের শোকসভা