কয়েক মাস আগেই ইউরোপে কোভিড পরিস্থিতি নিয়ে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। সংক্রমণের রেখা মহামারি শুরুর পর সবচেয়ে নিচুতে নেমে গিয়েছিল। কিন্তু গত কিছুদিনে সংক্রমণ হু হু করে বাড়ার কারণে বিভিন্ন দেশের সরকার নতুন করে বিধিনিষেধ চাপানো শুরু করলে বহু মানুষ ক্ষোভে ফেটে পড়ে। এরপর এ সপ্তাহে কোভিড নিয়ে ইউরোপের বেশ কয়েকটি শহরে রীতিমত দাঙ্গা হয়েছে। খবর বিবিসি বাংলার। বেশ কিছু শহরে ভাঙচুর হয়েছে, গাড়িতে আগুন দেয়া হয়েছে, পুলিশের দিকে পেট্রোল বোমা ছুড়েছে মানুষজন। পরিস্থিতি সামলাতে বিভিন্ন জায়গায় দাঙ্গা পুলিশ মোতায়েন করতে হয়েছে। কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করতে হয়েছে, যা ইউরোপে বিরল।
কী ঘটছে : সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে নেদারল্যান্ডসে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে দাঙ্গা পুলিশের রীতিমত যুদ্ধ হয়েছে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে, তিনি এই বিক্ষোভকে প্রতিবাদ না বলে নেহায়েত সহিংসতা বলে আখ্যা দিয়েছেন।
বেলজিয়ামেও প্রতিবাদ মিছিল হঠাৎ সহিংস হয়ে ওঠে। শনিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রায় ৪০ হাজার মানুষ মিছিল করেছে। বিক্ষোভ হয়েছে ইতালি, ডেনমার্ক ও ক্রোয়েশিয়ায়।