ইউরোপে ইউনিসের তাণ্ডবে নিহত ৮

| রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:০৯ পূর্বাহ্ণ

আটলান্টিক মহাসাগরীয় ঝড় ইউনিসের তাণ্ডবে ইউরোপের উত্তরপশ্চিমাঞ্চলে অন্তত আট জন নিহত হয়েছে। শুক্রবার ঘণ্টায় সর্বোচ্চ ১২২ মাইল বাতাসের গতিবেগ নিয়ে বয়ে যাওয়া ঝড়টিতে কয়েক লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং লন্ডনের ইনডোর স্টেডিয়াম ওটু অ্যারেনার ছাদ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর বিডিনিউজের।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড় ইউনিস মধ্য আটলান্টিকে ঘনীভূত হওয়ার পর অ্যাজোরেস দ্বীপপুঞ্জের কাছে শক্তি অর্জন করে পশ্চিমাবায়ু বাহিত হয়ে ইউরোপের দিকে এগিয়ে যায়। ঝড়টি পশ্চিম ইংল্যান্ডের কর্নওয়াল দিয়ে স্থলে উঠে আসে, এতে ওই উপকূলে প্রবল ঢেউ সৃষ্টি হয় বলে জানিয়েছে রয়টার্স।
লন্ডনে চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে এক নারী নিহত হন। লিভারপুলে ঝড়ে উড়ে আসা বস্তুর আঘাতে গাড়িতে থাকা এক ব্যক্তি নিহত হন। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হ্যাম্পশায়ারে উপড়ে পড়া গাছের সঙ্গে চলন্ত গাড়ির সংঘর্ষে আরেক ব্যক্তি নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধব্রাদার্স ইউনিয়নের শুভ সূচনা
পরবর্তী নিবন্ধ‘সাধুর’ ইমেইল নিয়ে ধাঁধায় তদন্তকর্মীরা