শান্তি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন আলোচনার বিষয়ে ক্রেমলিনকে জানাতে মস্কো সফর করছেন ওয়াশিংটনের দূত স্টিভ উইটকফ। তার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য ইউরোপ যেসব দাবি তুলছে তা মস্কোর কাছে ‘গ্রহণযোগ্য নয়’। এরপরই তিনি বলেন, আমরা ইউরোপের সঙ্গে লড়তে চাই না। কিন্তু ইউরোপ আমাদের সঙ্গে লড়াই করতে চাইলে আমরা এখনই তা করতে প্রস্তুত।
মার্কিন দূত উইটকফের সঙ্গে খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে গতকাল মঙ্গলবার বিকালেই পুতিনের বৈঠক হওয়ার কথা থাকলেও তাতে বিলম্ব হচ্ছে। এই বৈঠকের আগে পুতিন মঙ্গলবার রাশিয়ার একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য রাখেন। বক্তব্য রেখে বেরিয়ে যাওয়ার সময় তিনি সমবেত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউরোপ প্রসঙ্গে ওই কথা বলেন।
ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি আলোচনায় ইউরোপের সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন অভিযোগ করে বলেন, ইউরোপীয়দের কোনো শান্তিপূর্ণ আলোচ্যসূচি নেই। তারা বরং যুক্তরাষ্ট্রের সংঘাত সমাধানের চেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ইউক্রেন প্রশ্নে রুশ প্রেসিডেন্ট পুতিন কোনোরকম আপোসরফায় যাওয়ার তেমন ইচ্ছা দেখাননি। তার বিশ্বাস, রাশিয়া যুদ্ধক্ষেত্রে জয় পাচ্ছে। খবর বিডিনিউজের।
ওদিকে, ইউক্রেনের ইউরোপীয় মিত্রদেশগুলো শান্তি আলোচনার টেবিলে নিজেদের আসন চাইছে। তারা বিশেষ করে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার দাবি জানাচ্ছে, যাতে ইউক্রেন ভবিষ্যতে আবার হামলার শিকার হবে না–সেটি নিশ্চিত করা যায়। ওদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বলেছিলেন, খসড়া শান্তি পরিকল্পনায় এখনও কিছু জিনিস নিয়ে কাজ করা বাকি। তবে এখন আগের যেকোনো সময়ের চেয়ে এই যুদ্ধ শেষ করার সুযোগ অনেক বেশি।












