ইউরোপীয়ান কাপে আজকের খেলা

| রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

ইউরোপীয়ান কাপে গ্রুপ ‘এ’ তে আজ দুটি খেলা রয়েছে। আজকের প্রথম খেলায় অংশ নেবে ইটালী এবং ওয়েলস। ইটালীর রোমে এ খেলাটি বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে। আজারবাইজানের বাকুতে অপর ম্যাচে অংশ নেবে সুইজারল্যান্ড এবং তুরস্ক। এটিও রাত ১০টায় অনুষ্ঠিত হবে। খেলাগুলো সনি লিভ,সনি টেন-২,সনি টেন-২ এইচডি চ্যানেলে দেখা যাবে।

পূর্ববর্তী নিবন্ধআবাহনী-মোহামেডান ম্যাচ হয়নি
পরবর্তী নিবন্ধদ্বিতীয় রাউন্ডে হাটহাজারী, সন্দ্বীপ ও বন্দর থানা