বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশীদ (৫৫) বৃহস্পতিবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। হারুনুর রশিদ কালীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকাল ২.৩০ টায় মরহুমের নামাজে জানাজা তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, ইউপি সদস্যগণ ও বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ গুহ প্রমুখ।