ইউপিডিএফ নেতা সুইপ্রু ৮ দিনের রিমান্ডে

কেএনএফের ১৫ হাজার ইউনিফর্ম উদ্ধার মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীর ডিটি রোডের একটি কারখানা থেকে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৫ হাজার ইউনিফর্ম উদ্ধারের মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা সুইপ্রু মারমা প্রকাশ চিনু মারমার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি ইউপিডিএফের প্রশাসন শাখার পরিচালক। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই রকম ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় বায়েজিদ থানার মামলায় গত বৃহস্পতিবার সুইপ্রু মারমাকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। এরপর আদালতে সোপর্দ করা হলে পাহাড়তলী থানা পুলিশ তাকে পাহাড়তলী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে এবং ১০ দিনের রিমান্ড চেয়ে পৃথক দুটি আবেদন করেন। এরমধ্যে গত সোমবার গ্রেপ্তার দেখানোর আবেদনটি মঞ্জুর করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, পুলিশের পক্ষ থেকে সুইপ্রু মারমার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতসূত্র জানায়, গত ২৭ মে নগরীর পাহাড়তলীর ডিটি রোডের একটি কারখানা থেকে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ। এর আগে গত ২৬ মে এরর আগে গত ২৬ মে নগরীর অঙিজেন নয়াহাট এলাকার একটি কারখানা থেকে ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম এবং তারও আগে গত ১৭ মে নগরীর বায়েজিদের নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসংকেত নামল বন্দরগুলোয়, ফের লঘুচাপের আভাস
পরবর্তী নিবন্ধআরও ১ শ্রমিকের মৃত্যু, এ পর্যন্ত মারা গেলেন দগ্ধ ৫ জন