রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ে ‘ইউপিডিএফের আস্তানায়’ সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল মঙ্গলবার আইএসপিআর এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান পরিচালিত হয় এবং সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়। ঘটনাস্থল থেকে একে–৪৭ ও রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
এদিকে নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, গতকাল ভোর ৫–৬টা পর্যন্ত বাঘাইহাট জোন হরেন্দ্র পাড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউপিডিএফের (প্রসিত খীসা) সঙ্গে সেনাবাহিনীর প্রায় শতাধিক রাউন্ড গুলি বিনিময় হলে ইউপিডিএফ (প্রসীত) সদস্যরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে একটি একে–৪৭, ৩টি গাদা বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি (পিস্তল), একটি ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জাম ও চাঁদা আদায়ের বই। সাজেক থানার ওসি কনক সরকার জানান, বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে। এতে অস্ত্র গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।