প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর সপ্তাহান্তে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় আইনপ্রণেতারা। বৃহস্পতিবার তারা ঘোষণা দিয়েছেন। খবর বিডিনিউজের।
সামরিক আইন জারির ঘোষণা এবং চাপের মুখে তা প্রত্যাহারের পর প্রেসিডেন্ট ইউন সুক–ইওল এবার পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েছেন। আইনপ্রণেতারা বুধবার তার বিরুদ্ধে বিল এনে প্রক্রিয়া শুরু করেছেন। কয়েক দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্যে মঙ্গলবার টেলিভিশনে দেওয়া আকস্মিক এক ভাষণে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক–ইওল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ৩০০ সদস্যের মধ্যে ১৯০ জন উপস্থিত হয়ে সর্বসম্মতিক্রমে সামরিক আইন প্রত্যাহার করার একটি প্রস্তাব পাস করেন। এদের মধ্যে ইউনের দলের ১৮ সদস্যের সবাই ছিলেন। প্রেসিডেন্ট তখন তার ঘোষণা বাতিল করতে বাধ্য হন। প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর স্থানীয় সময় আগামী শনিবার সন্ধ্যা ৭টায় ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে বৃহস্পতিবার দলের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে, ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতা কিম সিউং–উন জাতীয় পরিষদের অধিবেশনে বলেন, ইউন সুক ইওল সরকারের জরুরি সামরিক আইন ঘোষণার ফলে জনগণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও ভয় সৃষ্টি হয়েছে। কিমের পরামর্শেই ইউন সামরিক আইন জারি করেছেন বলে অভিযোগ ওঠে। এই জন্যই পদত্যাগের ঘোষণা দেন কিম।