ইউনিয়ন ব্যাংক ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সমঝোতা চুক্তি স্বাক্ষর

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল গ্রহণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকগণ অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইউনিয়ন ব্যাংকের সকল শাখা ও উপশাখায় বিল প্রদান করতে পারবেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) দীপংকর বিশ্বাসের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব মো. আব্দুল হাই। উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. হোসেন পাটোয়ারি এবং ইউনিয়ন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড ব্রান্ডিং ডিভিশনের ইনচার্জ মো. শাহরিয়ার রউফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওষুধের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন আজ
পরবর্তী নিবন্ধ‘নারী শিক্ষায় অগ্রগতির মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব’