ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

আজাদী ডেস্ক | শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপিজামাত অশুভ শক্তির সন্ত্রাসনৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে এই শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

গতকাল শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে আয়োজিত শান্তি সমাবেশে অংশগ্রহণ করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে শান্তি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে উত্তর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের দায়িত্বে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আর দক্ষিণ জেলা আওয়ামী লীগের দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

পূর্ববর্তী নিবন্ধকে হচ্ছেন সভাপতি
পরবর্তী নিবন্ধপাল্টা নয়, আমরা আমাদের স্বাভাবিক কর্মসূচি দিচ্ছি