ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি, অস্ট্রেলিয়া ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে যৌথ ইউটিএস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম চালুর ব্যাপারে অনলাইনে আলোচনার মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার চুক্তি স্বাক্ষরিত হয়। প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা প্রিমিয়ার ভার্সিটি-ইউটিএসের অধীনে ভর্তি হয়ে এক বছর প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অধ্যয়নের পর বাকি সেমিস্টারগুলো ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনিতে সম্পন্ন করে ইউটিএস থেকে ডিগ্রি নেওয়ার সুযোগ পাবে। এমনকি প্রিমিয়ার ইউনিভার্সিটি বা ইউটিএস, অস্ট্রেলিয়ায় এক বছর শিক্ষা সমাপনান্তে শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও শিক্ষার সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বোরহানুল হাসান চৌধুরী, প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির পক্ষ থেকে এই ইউনিভার্সিটির চিফ পার্টনারশিপ অ্যান্ড গ্রোথ অফিসার পিটার হ্যারিস, স্ট্রাটেজিক প্রজেক্টের ম্যানেজার মিসাইলা জেমস, রিজিওনাল ডিরেক্টর সাউথ এশিয়া পঙ্কজ জেইন, পার্টনার ম্যানেজার নেপাল-বাংলাদেশ অপরাজিতা মল্ল, ম্যানেজার ডিরেক্টর আলেঙ মারফি ও বাংলাদেশ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. আরিফ জোবায়ের ও টিম লিড অ্যান্ড ম্যানেজার আলমগীর মহিউদ্দিন।
উপাচার্য বলেন, বর্তমান বিশ্ব জ্ঞানের বিশ্ব। সুতরাং ইউটিএস অস্ট্রেলিয়ার সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির যৌথ শিক্ষা কার্যক্রম এদেশের জন্য এবং একই সঙ্গে অস্ট্রেলিয়ার জন্য একটি উপযুক্ত জ্ঞানভিত্তিক প্রোগ্রাম, যেখানে কেবলমাত্র জ্ঞানের বিনিময়ই হবে না, জ্ঞান সৃষ্টিও হবে। ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির চিফ পার্টনারশিপ অ্যান্ড গ্রোথ অফিসার পিটার হ্যারিস ও স্ট্রাটেজিক প্রজেক্টের ম্যানেজার মিসাইলা জেমস বলেন, ইউটিএস ও প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রোগ্রাম ট্রান্সন্যাশনাল জ্ঞান বিনিময়ের একটি প্রকৃষ্ট পন্থা, যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক জ্ঞানবলয়ের অন্তর্ভুক্ত হবে। যৌথ শিক্ষার চুক্তির ব্যাপারে ইউজিসি থেকে দ্রুত সম্মতি আদায়ের জন্য তারা প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউজিসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে যৌথ শিক্ষা কার্যক্রমের চুক্তিতে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির পক্ষ থেকে এই ইউনিভার্সিটির চিফ পার্টনারশিপ অ্যান্ড গ্রোথ অফিসার পিটার হ্যারিস স্বাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তি।