ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন–আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর যৌথ উদ্যোগে ম্যাজিক সায়েন্স বাস গতকাল বুধবার উদ্বোধন করা হয়। উদ্বোধন কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি ছিলেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ফয়সাল হোসাইন। সভাপতিত্ব করবেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসেন। বক্তব্য দেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. আবু ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক শাহ মো. ছানাউল করিম। অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক, সকল অনুষদের ডিন, রেজিষ্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধানগণ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, ম্যাজিক সায়েন্স বাস উদ্বোধনের এই দিনটি একটি ঐতিহাসিক দিন। এর মূল উদ্দেশ্য হচ্ছে এডুকেশন ও রিসার্চ কোলাবরেশন। এই প্রকল্পের সুবিধাকে কাজে লাগানোর জন্য তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের এগিয়ে আসার বিশেষ অনুরোধ জানান।
অতিথির বক্তব্যে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন সিভিল এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ফয়সাল হোসাইন বলেন, যুক্তরাষ্ট্র অনেক আগে একটি কাল্পনিক ম্যাজিক বাস প্রকল্প তৈরি করেছিল। পরে বাস্তবে একটি ম্যাজিক বাস তৈরি করে শিক্ষার্থীদের জন্য। বাংলাদেশে একমাত্র আইআইইউসি তথা উপমহাদেশে সর্বপ্রথম ম্যাজিক সায়েন্স বাস প্রতিষ্ঠা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।