ইউনিট ও ওয়ার্ড সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা

নগর আ. লীগের বর্ধিত সভা'

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ মার্চ, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় নগরীর ইউনিট ও ওয়ার্ড সম্মেলনের প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে। একই সাথে প্রতিটি ওয়ার্ডে কার্যকরী কমিটির সভা করে নতুন সদস্যদের যাচাই-বাছাইপূর্বক অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। সভায় ঐতিহাসিক ৭ মার্চ নগরীর থানা ও ওয়ার্ড কার্যালয়ে বঙ্গবন্ধু ভাষণ একই সময়ে সম্প্রচারের সিদ্ধান্ত হয়। গতকাল শনিবার টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই সিদ্ধান্তের কথা জানান। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ টানা এক যুগ ধরে ক্ষমতায়। তাই সুবিধালোভী ও ভাসমান অস্তিত্ববিহীন কিছু মানুষের ভিড় বেড়েছে। এদের লক্ষ্য একটাই, পরীক্ষিত নেতাকর্মীদের নানাভাবে প্রশ্নবিদ্ধ করে পদ হাতিয়ে নিয়ে নিজেদের আখের গোছানো এবং নেতৃত্বের যোগ্যতাকে খাটো ও অসম্মান করে কু উদ্দেশ্যে নিজেকে যোগ্য হিসেবে জাহির করা।
তিনি বলেন, ৬ দফা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে সামরিক ট্রাইব্যুনালে যখন তাঁর বিচার চলছিল তখন তিনি সাংবাদিক ফয়েজ আহমদের মাধ্যমে গোপনে একটি চিরকুট মওলানা ভাসানীর কাছে পাঠান। এতে লেখা ছিল হুজুর, আমার জন্য কিছু করুন। চিঠি হাতে পেয়ে হুজুর আবেগপ্রবণ হয়ে মশিউর রহমান জাদু মিয়াকে বলেন, আমার মুজিবকে মুক্ত করতে হবে। তোমরা তৈরি হও। ওই সময় ভাসানী মুজিবের চেয়ে বড় নেতা ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন মুজিব ছাড়া বাঙালির মুক্তি অসম্ভব। এটাই একজন প্রকৃত রাজনীতিকের সত্যিকার উপলব্ধি। তাই তিনি মুজিবকে এগিয়ে দেয়ার রাজনৈতিক কৌশল অবলম্বন করেছিলেন। এ থেকে আমাদের আজকের রাজনীতিকদের, নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। কারণ আমাদের কেউ কেউ আজ নষ্ট ও ভ্রষ্ট। এরা বিপথগামী এবং দেশ ও দলের জন্য ক্ষতিকর।
আ জ ম নাছির বলেন, আমাদেরকে নিজের শক্তিতে দাঁড়াতে হবে। মানুষের মন জয় করে আস্থা অর্জনের জন্য শত উপাদান আছে। বিগত এক যুগে সরকারের অনেক সাফল্য ও অর্জন আছে। সুপরিকল্পিতভাবে এসব অর্জন মানুষের মাঝে পৌঁছে দিতে পারলে জনসম্পৃক্ততা বাড়বে।
তিনি বলেন, সংকীর্ণতা ও আত্মস্বার্থ পরিহার করে দলীয় স্বার্থকে বড় করে দেখতে হবে। সাধারণ মানুষের মাঝে যার গ্রহণযোগ্যতা আছে এবং যিনি ঝড়-ঝাপ্টা সইতে পারেন তাকে টেনে আনতে হবে। আমরা প্রায়ই নিজেকে প্রাধান্য দিই। কিন্তু অন্যের যোগ্যতা ও সক্ষমতাকে আমলে আনতে চাই না। এতে দলের ভিত্তি দুর্বল হয়।
সভায় আজ রোববার বিকাল ৩টায় শহীদ মিনার চত্বরে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভার সিদ্ধান্ত হয়। এতে প্রতিটি ওয়ার্ড থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ও মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার সরকার ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমদ, মাহবুবুল হক মিয়া, জোবায়েরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, আবু তাহের, মোহাম্মদ আবুল মনছুর, কামরুল হাসান বুলু, গাজী শফিউল আজিম, সৈয়দ আমিনুল হক, মহব্বত আলী খান, বখতেয়ার উদ্দীন খান, ইঞ্জিনিয়ার বিজয় কিষান চৌধুরী, জাফর আলম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, নেছার উদ্দীন মঞ্জু, হাজী বেলাল আহমেদ, হাজী ছিদ্দিক আলম, হাজী সুলতান আহমদ চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, মোহাম্মদ হারুনুর রশীদ, শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ মমিনুল হক, এমএ হালিম, এএসএম ইসলাম, কাজী আলতাফ হোসেন, অধ্যক্ষ আসলাম হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সালাম উদ্দীন, মোহাম্মদ মঈনুদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ
পরবর্তী নিবন্ধচিরকুট লিখে চির বিদায়