ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলসমূহের এক দফা দাবি আদায়ের সমর্থনে গত ২৮ জুলাই মহাসমাবেশ ও ২৯ জুলাই ঢাকার প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সন্ত্রাসী ও পুলিশের ন্যক্কারজনক হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার কোর্ট হিলস্থ সোনালী ব্যাংক চত্বরে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের কনভেনার অ্যাড. আবদুল সাত্তারের সভাপতিত্বে ও ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের চিফ কোঅর্ডিনেটর অ্যাড. মো. জহুরুল আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আইনজীবীদের মধ্যে বক্তব্য দেন, শাহাদৎ হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ এনামুল হক, রফিক আহামদ, হাসান আলী চৌধুরী, আবদুস সাত্তার সারোয়ার, সেকান্দর বাদশা, এস ইউ এম নুরুল ইসলাম, তারিক আহামদ, রৌশন আরা, এইচ এস এম আবুল হাসান, আকবর আলী, ফৌজুল আমিন চৌধুরী, নুরুল ইসলাম, আজিজুল হক চৌধুরী, সেলিনা খানম, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, কাজী মোহাম্মদ সিরাজ, আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, মাহফুজুর রহমান মিল্লাদ, খায়রুল ইসলাম ভূঁইয়া বেলাল, আবছারুর রশীদ, এরশাদুর রহমান রিটু, নুরুল করিম এরফান, রায়হান সালেহীন, জালাল উদ্দিন পারভেজ, রেজাউল নুর সিদ্দিকী উজ্জ্বল, জুয়েল আনছারী, এস এম ইকবাল, সেলিম উদ্দিন শাহীন, আশরাফী বিনতে মোতালেব, অলি আহামদ, মাহমুদুল আলম মারুফ, রেজাউল করিম রনি, নাছির উদ্দিন, কাজী মফিজুর রহমান, তৌহিদুল ইসলাম, ফেরদৌস মোরশেদ, মো. ইব্রাহীম, আলী ইয়াছিন, সাইফুল আবেদীন, মাহমুদুল ইসলাম, আবু সায়েদ, আনোয়ার হোসেন, সেলিম আহামদ, মো. ইলিয়াছ, জায়েদ বিন রশীদ, ইমতিয়াজ জিয়া, সানজিক আকবর, বদরুল রিয়াজ, রায়হান ওয়াজেদ চৌধুরী, রোমানা শরীফ, মো. ইকবাল, আকবর আজিজ, আবদুল্লাহ আল ফারুক আজাদ, মেহবুব, শহীদুল ইসলাম রিটন, মো. এরশাদ, খোরশেদ আলম, এনাম, তানজিউল মোস্তফা নিরু, সাইফুল ইসলাম প্রমূখ। সভায় আইনজীবী নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান। শেষে আইনজীবীদের বিক্ষোভ মিছিল আদালত অঙ্গন প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধডা. এম এ তাহের খান ছিলেন চিকিৎসা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র