ইউটার্ন নিতে গিয়ে পিকআপের সাথে সংঘর্ষ, বাইকার নিহত

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

পিকআপমোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কর্ণফুলীতে এক ডেইরি ফার্ম কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের কর্ণফুলী কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মো. মিলন (২০) ভোলা জেলার দক্ষিণ চরফ্যাশন এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। মিলন দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলায় একটি ডেইরি ফার্মে চাকরি করতেন বলে জানা যায়। ঘটনায় মো. মিনহাজ (১৮) নামে অপর এক বাইক আরোহী আহত হয়েছে। সংঘর্ষের পর গাড়ি রেখে পালিয়ে যান পিকআপ চালক মো. রাশেদ, তবে ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন গাড়িটির হেলপার মো. আকিব (২৫)। তাকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে কলেজ বাজারের দিক থেকে আসা মোটরসাইকেলটি কৃষি ব্যাংকের সামনে এসে ইউটার্ন নিতেই শহর থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পিকআপটি জব্দ করে, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপ ও গাড়িটির হেলপার আটক রয়েছে। তবে এখনো এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধএবার ভারতে ইলিশ রপ্তানি বন্ধে রিট
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমসে গতকালও সার্ভার বিভ্রাট, ভোগান্তি