ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ

| বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১১:২০ পূর্বাহ্ণ

সোভিয়েত আমলের পাইপলাইনের মাধ্যমে ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি নতুন বছরের প্রথম দিন শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরই বন্ধ হয়ে গেছে। ট্রানজিট চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং যুদ্ধরত মস্কো ও কিয়েভ ওই পাইপলাইন দিয়ে গ্যাসের প্রবাহ অব্যাহত রাখার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছতে না পারা এর কারণ। ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া উপদ্বীপ নিজেদের অংশীভূত করে নেওয়ার পরের বছর ইউক্রেন দেশটি থেকে গ্যাস কেনা বন্ধ করে দেয়। এরপর মস্কো ও কিয়েভের বিপর্যস্ত সম্পর্ক ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানির সবচেয়ে পুরনো রুটটি বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা রাখল। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধএনজিওতে নারীকর্মী নিতে মানা, বাড়ির জানালাও হবে তালেবানি নিয়মে
পরবর্তী নিবন্ধনতুন বছরে পৃথিবীর জনসংখ্যা ৮০৯ কোটি