ইউক্রেন-রাশিয়া সংকট বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে পৌঁছেছে বলে সতর্ক করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুদ্ধ হলে তা ‘পুরোদস্তুর বিপর্যয়’ ডেকে আনবে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার লাখো সেনা মোতায়েন এবং ট্যাঙ্ক ও ভারি অস্ত্রশস্ত্র জড়ো করা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ব রাজনীতি উত্তপ্ত হয়ে আছে। খবর বিডিনিউজের।
রাশিয়াকে রুখতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো বাহিনীও ইউক্রেনকে সহায়তার জন্য প্রস্তুত আছে। যদিও রাশিয়া বলছে, ইউক্রেনে আগ্রাসনের কোনও পরিকল্পনা তাদের নেই। কিন্তু গত মঙ্গলবার কৃষ্ণসাগরে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজের উপস্থিতি সে কথা বলছে না। রাশিয়ার আরও তিনটি যুদ্ধজাহাজ বসফোরাস প্রণালী অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা।