ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি মার্কিনিদের ফেরার নির্দেশ

| মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

যেকোনো সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা পশ্চিমাদের। ফলে ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসের কর্মকর্তাকর্মচারীদের পরিবার সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এতে যুদ্ধের আশঙ্কা আরও প্রবল হলো। খবর বাংলানিউজের। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র দাবি করছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিয়েছে। তবে মস্কো আমেরিকার এই দাবি নাকচ করে দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক অথবা ব্যক্তিগত যানবাহনে করে ইউক্রেন ছাড়া উচিত। দূতাবাসের জন্য যেসব কর্মী খুব বেশি জরুরি নয় তাদেরও ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালালে সেখানকার মার্কিন দূতাবাসে ওপর মারাত্মক প্রভাব পড়বে। এ অবস্থায় কন্স্যুলার সার্ভিস অব্যাহত রাখা সম্ভব হবে না। এমনকি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশে পাঠানোর বিষয়টি কঠিন হয়ে পড়বে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৮.৫৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপাকিস্তানে দুই ডোজ টিকা নিলেই যাওয়া যাবে মসজিদে