ইউক্রেন-রাশিয়া উভয়কে কিছু ছাড় দিতে হবে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

ইউক্রেন যুদ্ধের অবসান এবং রাশিয়ামার্কিন উত্তেজনা কমাতে রিয়াদে বৈঠককে স্নায়ুযুদ্ধের পর থেকে এই দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এই বৈঠককে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বৈঠকটিকে একটি দীর্ঘ ও কঠিন যাত্রার শুরু বলে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন, এই প্রক্রিয়ায় উভয় পক্ষকেই কিছু ছাড় দিতে হবে। খবর বাংলানিউজের।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ বলেন, আলোচনায় ইউক্রেনের ভূখণ্ডের অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অগ্রাধিকার পাবে। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার উচিত ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা। এই আলোচনায় ইউরোপীয় কর্মকর্তাদের অন্তর্ভুক্ত না করায় সমালোচনা তৈরি হয়েছে। তবে রুবিও এবং ওয়াল্টজ উভয়ই এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। রুবিও বলেছেন, যেহেতু ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, তাই তাদের আলোচনায় অংশগ্রহণ করা হবে। ওয়াল্টজও একই সুরে বলেন, আমরা আমাদের মিত্রদের সঙ্গে প্রায় প্রতিদিনই আলোচনা করছি এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসব দোষ জেলেনস্কির ওপর চাপাচ্ছেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সব বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস