ইউক্রেনের অধিকৃত ছোট ছোট এলাকাগুলো রাশিয়া ছেড়ে দেবে আর কিয়েভকে তার পূর্বাঞ্চলীয় ভূমির একাংশ ছেড়ে দিতে হবে যেগুলো মস্কো দখল করে নিতে পারেনি, আলাস্কায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শান্তি প্রস্তাবের অধীনে এমনটিই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিডিনিউজের।
পুতিন ও ট্রাম্পের মধ্যে হওয়া আলোচনার বিষয়গুলো স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানিয়েছেন, মূলত ইউরোপী, মার্কিন ও ইউক্রেনীয় নেতাদের মধ্যে হওয়া আলোচনার ভিত্তিতে তারা পুতিনের প্রস্তাবগুলোর বিষয়ে জেনেছেন, কিন্তু এগুলো পূর্ণাঙ্গ না বলে উল্লেখ করেছেন তারা। রয়টার্স জানিয়েছে, শনিবার সকালে ট্রাম্প জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের তার শীর্ষ বৈঠকের বিষয়ে ব্রিফ করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, পুতিন তার দেওয়া প্রস্তাবে একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতি বাতিল করে দিয়েছেন। এর মাধ্যমে জেলেনস্কির একটি প্রধান দাবি আটকে দিয়েছেন তিনি। ওই কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন ও জাপোরিজজিয়ার যুদ্ধক্ষেত্রে রাশিয়া যেখানে আছে সেখানেই থামার প্রতিশ্রুতি দেবে, বিনিময়ে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল থেকে কিয়েভকে তার বাহিনী পুরোপুরি প্রত্যাহার করতে হবে। আর ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি ও উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভে তুলনামূলক ছোট ছোট যে এলাকাগুলো রুশ বাহিনী অধিকার করে আছে রাশিয়া সেগুলো ফিরিয়ে দেবে।