ইউক্রেন যুদ্ধে বিবিসির সাবেক সাংবাদিক নিহত

| শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

বিবিসি’র ইউক্রেন নিউজের সাবেক সাংবাদিক ওলেক্সান্দর বন্দারেঙ্কো যুদ্ধের সম্মুখসারিতে দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পুরোদস্তুর আগ্রাসনের শুরুতে বন্দারেঙ্কো দেশটির আঞ্চলিক প্রতিরক্ষায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিলেন। যোগাযোগ বিশেষজ্ঞ এবং গণমাধ্যম প্রশিক্ষক হিসাবে কাজ করা ছাড়াও পরে সামরিক বাহিনীর হয়েও কাজ করেছিলেন তিনি। বন্দারেঙ্কো কিভাবে মারা গেলেন সে সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। তার ঘনিষ্ঠ বন্ধুরা কেবল বলেছেন, লড়াইয়ের মধ্যে পড়ে বন্দারেঙ্কোর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বন্ধুবান্ধব, বিবিসি’র সাবেক সহকর্মীরাসহ ইউক্রেনের গণমাধ্যমগুলোও। সাশা বা সাশকো নামে পরিচিত ছিলেন বন্দারেঙ্কো। তিনি ছিলেন মূলত পূর্ব ইউক্রেনের লুহান্সকের বাসিন্দা। খবর বিডিনিউজের।

২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিবিসি’র ইউক্রেন নিউজ সার্ভিসের প্রতিবেদক, উপস্থাপক এবং কিইভ থেকে সমপ্রচারিত রেডিও প্রোগ্রামের সম্পাদক হিসাবে কাজ করেছিলেন। পরে তিনি বিবিসি ছেড়ে অন্য গণমাধ্যমে কাজ করেন। ইউক্রেন যুদ্ধে বন্দারেঙ্কোর মতো আরও অনেক সাংবাদিকই প্রাণ হারিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে আগুনে পুড়েছে তিন বসতঘর
পরবর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা বিএনপির সভা