ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পরিকল্পনা নিয়ে বাকি থাকা কয়েকটি মতভেদ দূর করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য শীর্ষ দূত স্টিভ উইটকফকে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে তৈরি একটি শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সাধারণ সমঝোতা হয়েছে। খবর বাংলানিউজের।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যে ২৮ দফা প্রস্তাব কিয়েভকে দিয়েছিল, সেই পরিকল্পনাই ছিল আলোচনার ভিত্তি। ছুটির দিনে জেনেভায় বৈঠকে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা এ নিয়ে একসঙ্গে কাজ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, প্রাথমিক পরিকল্পনাটি দুই পক্ষের অতিরিক্ত মতামত নিয়ে আরো পরিমার্জন করা হয়েছে। তিনি জানান, তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন। একই সময়ে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ বলেছেন, ড্রিসকলের এই সপ্তাহেই কিয়েভ সফর প্রত্যাশা করা হচ্ছে। এর আগে ক্রেমলিন বলেছিল, নতুন খসড়া চুক্তি সম্পর্কে রাশিয়াকে এখনো জানানো হয়নি। গত সপ্তাহের পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আনা হলে তারা তা মেনে না–ও নিতে পারে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করে বলেন, মস্কো যদিও প্রথম পরিকল্পনাটিকে সমর্থন জানিয়েছিল, কিন্তু এতে যদি বড় রদবদল করা হয়ে থাকে, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।












