ইউক্রেন নিয়ে ল্যাভরভ-রুবিও ফোনালাপ জরুরি সম্মেলন ডেকেছে ইউরোপ

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপে ইউক্রেন পরিস্থিতি এবং যুক্তরাষ্টের আগের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দেওয়া একতরফা বাধা সরিয়ে নেওয়ার আলোচনা হয়েছে বলে জানিয়েছে মস্কো। খবর বিডিনিউজের।

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র শিগগিরই সৌদি আরবে বসছে এমন ঘোষণা আসার পর শনিবার দুই পররাষ্ট্রমন্ত্রী একে অপরের সঙ্গে ফোনে কথা বলেন।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই ফোনালাপ হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে শান্তি আলোচনায় ইউরোপকে রাখা হবে না, মার্কিন উর্ধ্বতন এক কর্মকর্তার এমন মন্তব্যের পর সোমবার প্যারিসে জরুরি সম্মেলনে বসছে ইউরোপের নেতারা।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র শান্তি আলোচনয় ইউরোপকে সাইডলাইনে রাখতে যাচ্ছে, এমন আশঙ্কায় করণীয় ঠিক করতে তারা এ বৈঠকে বসছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুম্ভ মেলা : দিল্লি স্টেশনে হুড়োহুড়িতে নিহত ১৮
পরবর্তী নিবন্ধআরও ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র