ইউক্রেন আলোচনায় অগ্রগতির কথা বললেন ট্রাম্প

ভূখণ্ড সংক্রান্ত বিষয় এখনো অমীমাংসিত

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে অগ্রগতি হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। খবর বিডিনিউজের।

তবে ভূখণ্ড সংক্রান্ত বিষয়টি যে এখনো অমীমাংসিত রয়ে গেছে তা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন উভয় দেশের প্রেসিডেন্টই আলোচনাকে দারুণ বলে বর্ণনা করলেও ট্রাম্প বলেন, এক বা দুটি খুবই জটিল বিষয় এখনো বাকি আছে, বিশেষ করে ভূখণ্ডের প্রশ্নে। মারলাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি জানান, ২০ দফার শান্তি পরিকল্পনার প্রায় ’৯০ শতাংশের বিষয়ে তারা একমত হয়েছেন।

আর ট্রাম্প বলেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার আলোচনা প্রায় ’৯৫ শতাংশ সম্পন্ন। জেলেনস্কি পরে বলেন, রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দল আগামী সপ্তাহে আবার বৈঠকে বসবে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, সব বিষয়ে আমাদের গভীর আলোচনা হয়েছে এবং গত কয়েক সপ্তাহে ইউক্রেনীয় ও মার্কিন দলের আলোচনায় যে অগ্রগতি হয়েছে, আমরা সেটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ানকে ঘিরে চীনের সবচেয়ে বড় সামরিক মহড়া
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার জানাজা বুধবার: সালাহউদ্দিন আহমেদ